ব্রাজিলে অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন
অবশেষে পর্দা উঠল ২০১৬ অলিম্পিক গেমসের। বাংলাদেশের স্থানীয় সময় শনিবার ভোর ৫টায় ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শুরু হয় অলিম্পিক গেমসের উদ্বোধন অনুষ্ঠান। এটি অলিম্পিক গেমসের ২৮তম আসর। ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিকের আসর অনুষ্ঠিত হয়নি।
ধারণা করা হচ্ছে টেলিভিশনের মাধ্যমে বিশ্বজুড়ে ৩০০ কোটি মানুষ সরাসরি এই উদ্বোধন অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন। ২০৬টি দেশের পাশাপাশি এবারের আসরে অংশ নিচ্ছে শরণার্থীদের একটি দল। মোট ২৮টি বিভাগে প্রতিযোগিতা করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলেটরা। এবারের উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য কাজ করেছেন ৩০০ নৃত্যশিল্পী, পাঁচ হাজার স্বেচ্ছাসেবী। তাঁদের জন্য তৈরি করা হয়েছে ১২ হাজার পোশাক।
আমাজনের অরণ্য ব্রাজিলের গর্ব। উদ্বোধন অনুষ্ঠানে তুলে ধরা হয় এই গর্বকে। বানর, ম্যাকাউ পাখি আর বৃষ্টির শব্দ ফুটিয়ে তোলার মাধ্যমে আমাজনকে সারা বিশ্বের কাছে তুলে ধরে ব্রাজিলিয়ানরা। বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীর অন্যতম সমস্যা। আর এই সমস্যা নিয়েও সতর্ক করে দেওয়া হয় বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে।
এসবের পাশাপাশি উদ্বোধন অনুষ্ঠানের নিয়মিত আয়োজনও ছিল। যেসবের মধ্যে ছিল মশাল প্রজ্বালন, শপথ গ্রহণ, ক্রীড়াবিদদের প্যারেড। প্রায় ১১ হাজার অ্যাথলেটের মিলনমেলার বড় আকর্ষণ এই প্যারেডে বাংলাদেশের পতাকা বহন করেন গলফার সিদ্দিকুর রহমান।
যুক্তরাষ্ট্রের পতাকা ছিল অলিম্পিকে রেকর্ড ১৮টি স্বর্ণজয়ী মাইকেল ফেল্পসের হাতে। যুক্তরাজ্যের হয়ে দায়িত্বটা পালন করেন টেনিস তারকা অ্যান্ডি মারে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস মশাল বহন করেন। ব্রাজিলের বিখ্যাত ফুটবলার পেলের মশাল প্রজ্বালনের কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসবেন না বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
এবারের অলিম্পিক গেমসের উদ্বোধন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ব্রাজিলের বিখ্যাত পরিচালক ফার্নান্দো মেইরেলেস। ২০০৪ সালে তাঁর ‘সিটি অব গড’ ছবিটি অস্কারের সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছিল।
২০৭টি দল থেকে ১০ হাজার ৫০০ অ্যাথলেট এবারের আসরে প্রতিযোগিতা করবেন। এবারই প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছে কসোভো ও দক্ষিণ সুদান। এবারের অলিম্পিকে শরণার্থীদের যে দলটি অংশ নিচ্ছেন তাতে ১০ জন খেলোয়াড় রয়েছেন। এদের মধ্যে পাঁচজন এসেছেন দক্ষিণ সুদান থেকে, দুজন সিরিয়া থেকে, দুজন ডিআর কঙ্গো ও একজন এসেছেন ইথিওপিয়া থেকে।
রিও অলিম্পিকের সবচেয়ে বড় দল যুক্তরাষ্ট্র। মোট ৫৫৪ জন মার্কিন খেলোয়াড় এবারের আসরে প্রতিযোগিতা করবেন। এবারের সর্বকনিষ্ঠ অ্যাথলেট ১৩ বছর বয়সী নেপালি সাঁতারু গৌরিকা সিং। যদিও দারিদ্র্যপীড়িত আর রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রাজিলে এত বড় আয়োজন নিয়ে চলছে সমালোচনা। বিক্ষোভকারীরা এই আয়োজনের বিরুদ্ধে নানা সময় বিক্ষোভ প্রদর্শন করেছে।
নিরবচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত করার লক্ষ্যে ৫৫টি দেশের ৮৫ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী কাজ করছেন ব্রাজিলীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। রিও অলিম্পিক উপলক্ষে পাঁচ লাখেরও বেশি পর্যটক রিও ডি জেনিরো ও ব্রাজিলে আসবেন বলে আশা করা হচ্ছে। অলিম্পিকের বিভিন্ন আসরের খেলা দেখার জন্য ৭৫ লাখ টিকিট ছাপানো হয়েছে, যার মধ্যে ১০ লাখ এখনো অবিক্রিত রয়েছে।