রিও অলিম্পিকের প্রথম স্বর্ণ যুক্তরাষ্ট্রের
রিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র। নারীদের শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে দেশটিকে প্রথম স্বর্ণ-সাফল্য এনে দেন ভার্জিনিয়া থ্রেসার।
থ্রেসার ২০৮ স্কোর করে স্বর্ণপদক পান। এই ইভেন্টে রুপা জিতেছেন চীনের ডু লি এবং ব্রোঞ্জপদক পান একই দেশের ই সিলিং।
২০৭টি দল থেকে ১০ হাজার ৫০০ অ্যাথলেট এবারের আসরে অংশ নিচ্ছেন। এবারই প্রথম অলিম্পিকে অংশ নিচ্ছে কসোভো ও দক্ষিণ সুদান। এবারের অলিম্পিকে শরণার্থীদের যে দলটি অংশ নিচ্ছে, তাতে ১০ জন খেলোয়াড় রয়েছেন। এঁদের মধ্যে পাঁচজন এসেছেন দক্ষিণ সুদান থেকে, দুজন সিরিয়া থেকে, দুজন ডিআর কঙ্গো ও একজন এসেছেন ইথিওপিয়া থেকে।
রিও অলিম্পিকের সবচেয়ে বড় দল যুক্তরাষ্ট্র। ৫৫৪ জন মার্কিন খেলোয়াড় এবারের আসরে প্রতিযোগিতা করবেন। এবারের সর্বকনিষ্ঠ অ্যাথলেট ১৩ বছর বয়সী নেপালি সাঁতারু গৌরিকা সিং। যদিও দারিদ্র্যপীড়িত আর রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রাজিলে এত বড় আয়োজন নিয়ে চলছে সমালোচনা। বিক্ষোভকারীরা এই আয়োজনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছে।