প্রথমবার এসেই স্বর্ণের স্বাদ নিল কসোভো
দেশটির স্বীকৃতি নিয়ে বিতর্ক আছে। তাতে কী? প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছে কসোভো। আর প্রথমবারই স্বর্ণপদকের স্বাদ নিল দেশটি। বিজয়ীর বেশে অলিম্পিকে উড়ল কসোভোর পতাকা।
কসোভোকে এ বিরল সম্মান এনে দিয়েছেন জুডো তারকা মাজলিনডা কেলমেনডি। ৫২ কেজি ওজনের বিভাগে ইতালির ওদেত্তে জুইফ্রিদাকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন কসাভোর ওই নারী। উত্তেজনাকর ওই ফাইনালে বিজয়ী পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। কেলমেনডি ইতালির ওদেত্তেকে পরাস্ত করেই মেতে ওঠেন উৎসবে।
ওই বিভাগে জাপানের নাকামুরা ব্রোঞ্জপদক জিতেছেন।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন মাজলিনডা কেলমেনডি জয়ের পরই আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘এ রকম কিছুর স্বপ্ন দেখছিলাম। অবশেষে তা হলো।’
২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে পূর্ব ইউরোপের দেশ কসোভো। কিন্তু সার্বিয়া এখন পর্যন্ত দেশটিকে স্বীকৃতি দেয়নি।