মারাত্মক দুর্ঘটনায় আহত নারী সাইক্লিস্ট
অলিম্পিকে আবার আহত একজন অ্যাথলেট। ফরাসি জিমন্যাস্ট সামির আইত সাইদের পা ভেঙে যাওয়ার দুঃসংবাদের রেশ মিলিয়ে যাওয়ার আগে আরেকটি দুর্ঘটনা। এবার আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে ডাচ সাইক্লিস্ট আনেমিক ফন ফ্লোটেনকে।
নারীদের রোড রেস ইভেন্টে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন ফন ফ্লোটেন। ফিনিশিং লাইন থেকে প্রায় ১১ মাইল দূরে থাকতে তিনিই সবার চেয়ে এগিয়েছিলেন। কিন্তু একটি বাঁক ঘুরতে গিয়েই বাঁধে বিপত্তি। পুরো এক পাক ঘুরে মাটিতে পড়ে যান ফন ফ্লোটেন। আঘাতটা মারাত্মকই। মেরুদণ্ডের তিনটি হাড়ে চিড় ধরা ছাড়াও মাথায় ব্যথা পেয়েছেন তিনি।
আপাতত ফন ফ্লোটেনের ঠিকানা রিও ডি জেনিরোর একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট। মারাত্মক আঘাত পেলেও তাঁর প্রাণ সংশয় নেই। এমনকি টুইটও করতে পেরেছেন তিনি, ‘চোট আর চিড় নিয়ে আমি এখন হাসপাতালে। তবে ঠিক হয়ে যাব। ক্যারিয়ারের সেরা রেসের এমন সমাপ্তি ভীষণ হতাশাজনক।’
নারীদের রোড রেসে জিতেছেন ফন ফ্লোটেনের স্বদেশি আনা ফন ডার ব্রেগেন। সতীর্থর অবস্থা দেখে তিনি শুরুতে ভয়ই পেয়ে গিয়েছিলেন, ‘দুর্ঘটনাটা খুবই খারাপ ধরনের ছিল। আমি তো ভেবেছিলাম সে মারাই গেছে। স্লাইকিংয়ে অবশ্য যে কোনো কিছু ঘটতে পারে। তার ক্ষেত্রে যা হয়েছে, তা নেহাত দুর্ভাগ্যজনক।’