ব্যর্থতায় দুঃখ প্রকাশ বাকির
অলিম্পিকের মতো আসরে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য পাওয়া বেশ কঠিনই বটে। বরাবরই এই আসরে বাছাই পর্ব থেকেই বিদায় নিয়ে থাকেন তাঁরা। এই ধারা থেকে বের হতে পারেননি রিও অলিম্পিকের শ্যুটিংয়ে অংশ নেওয়া আবদুল্লাহ হেল বাকি।
বাছাই পর্বের ১০ মিটার এয়ার রাইফেলে বাকি বিদায় নিয়েছেন ২৫তম হয়ে। কিন্তু পৌনে দুই ঘণ্টার এই প্রতিযোগিতায় দারুণভাবে আশা জাগিয়েছিলেন তিনি। একপর্যায়ে তো স্কোরবোর্ডে তাঁর নাম চার নম্বরেও উঠেছিল। এরপর ছয় নম্বর, সাত নম্বর ও আট নম্বরেও কয়েকবার উঠেছিলেন তিনি।
তাই চূড়ান্ত পর্বে ওঠার কিছুটা আশাও জাগিয়েছিলেন এই বাংলাদেশি শ্যুটার। কিন্তু শুরুর মতো শেষটা ভালো না হওয়ায় আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করেছেন বাকি। পারেননি ফাইনালের আটজনের মধ্যে থাকতে।
৬২১ দশমিক ২ স্কোর করে বাছাই পর্ব থেকেই বিদায় নিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। অবশ্য এই ব্রাজিলে আগের দিন অনুশীলনেও ৬২৬ স্কোর করেছিলেন তিনি।
রিও অলিম্পিকে এই ব্যর্থতায় হতাশ বাকি দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সরি’।
বাকি এর আগে ২০০৮ সালে ইসলামাবাদ সাফ গেমসের শ্যুটিংয়ে প্রথম অংশ নিয়ে দলগত বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন। এরপর জাতীয় শ্যুটিংয়ে টানা চার বছর ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জেতেন তিনি।
তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সেরা সাফল্য ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে। ভারতের অভিনব বিন্দ্রার কাছে হেরে রুপা জেতেন তিনি। অবশ্য এই বিন্দ্রাকে হারিয়েই কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছিলেন আসিফ।