অলিম্পিকে বেহাল দশা জার্মানির
অলিম্পিকের প্রতি আসরেই পদক তালিকার ওপরে দিকে থাকে জার্মানির নাম। অথচ এবার প্রথম তিন দিনে একটি পদকও জিততে পারেনি তারা। এমনকি ব্রোঞ্জও না! ১৯৯০ সালে পুনরায় একত্রিত হওয়ার পর অলিম্পিকে এটাই জার্মানির সবচেয়ে বাজে সূচনা।
পুরুষদের সিনক্রোনাইজড ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে চতুর্থ হয়েছেন প্যাট্রিক হাউসডিং ও সাশা ক্লাইন। ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পল বিডারমানের অবস্থান ষষ্ঠ। বিচ ভলিবলে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় মার্কোস বোয়েকারমান ও লার্স ফ্লুয়েগান।
জিমন্যাস্টিকসেও করুণ অবস্থা জার্মানদের। হরাইজন্টাল বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফাবিয়ান হামবুশান নেতৃত্ব দিলেও পুরুষদের অলরাউন্ড দলগত বিভাগে সপ্তম হয়েছে তারা। টেনিস খেলোয়াড় ফিলিপ কোলশ্রাইবার তো চোটের কারণে সরেই দাঁড়িয়েছেন অলিম্পিক থেকে।
খেলাধুলার সবচেয়ে বড় আসরে দেশের এমন বাজে সূচনায় ভীষণ চিন্তিত জার্মান অলিম্পিক স্পোর্টস ফেডারেশনের সভাপতি আলফন্স হোরমান। জার্মানির বিল্ড পত্রিকাকে তিনি বলেছেন, ‘আমরা এমন বাজে সূচনার আশা করিনি। আগামী দিনগুলোতে ভালো করার আশাই শুধু করতে পারি এখন। আমি অবশ্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাব। খেলাধুলায় কখনো কখনো যে কোনো কিছু দ্রুত পাল্টে যেতে পারে।’
হোরমানের শেষ কথায় আশায় বুক বাঁধার ইঙ্গিত। জার্মান দলের শেফ ডি মিশন মিখায়েল ভেসপারও আশাবাদী, ‘আমরা শুরু থেকেই জানতাম যে প্রথম কয়েক দিনে আমাদের পদক জয়ের সম্ভাবনা সামান্য। প্রতিযোগিতার আরো ১৩ দিন আছে। আর প্রতিদিনই নতুন সূর্য ওঠে।’