পুলের পানি রাতারাতি নীল থেকে সবুজ!
পাশাপাশি দুটো পুল। একটিতে ডাইভিংয়ের লড়াই হয়, অন্যটি ওয়াটার পোলোর জন্য বরাদ্দ। সোমবার পর্যন্তও ডাইভিং পুলের পানির রং নীল ছিল। কিন্তু মঙ্গলবার পুলে এসে সবাই হতভম্ব। রাতারাতি সবুজ রং ধারণ করেছে পানি! এমন বিস্ময়কর ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে অলিম্পিকে।
পুরুষদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে ব্রোঞ্জ জিতে সোমবার অলিম্পিক ভিলেজে ফিরেছিলেন টম ডেলি। পরের দিন পুলের রং বদলে যেতে দেখে তাঁর চোখ চড়কগাছ! দুটো পুলের ছবি তুলে টুইটারে পোস্ট করে এই ব্রিটিশ ডাইভার লিখেছেন, ‘একি! কী হয়েছে!?’
কী যে হয়েছে তা কারোরই জানা নেই। সবাই উত্তর খুঁজতে ব্যস্ত। কারো কারো ধারণা, পানিতে এক ধরনের শেওলার কারণে রং পাল্টে গেছে। কেউ আবার রসিকতা করে বলছেন, ব্রাজিলের জাতীয় পতাকার সবুজ রংয়ের সঙ্গে মিল আনতেই পানির এমন অভিনব আচরণ! এক রসিক ব্যক্তির টুইট, ‘তারা হয়তো রং মেলানোর পরিকল্পনা হাতে নিয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো রং পরিবর্তন হয়ে হলুদ হয়নি!’ ব্রাজিলের পতাকার হলুদ রঙের দিকে ইঙ্গিত করে তাঁর এমন মজার মন্তব্য।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্য এ নিয়ে রসিকতা করার মতো অবস্থা নেই। তাদের দাবি, রাতারাতি রং পাল্টে গেলেও প্রতিযোগীদের কোনো সমস্যা নেই এই ডাইভিং পুলে ঝাঁপাতে। ভেন্যুর মিডিয়া ম্যানেজার সাইমন ল্যাংফোর্ড জানিয়েছেন, ‘মারিয়া লেঙ্ক অ্যাকুয়াটিক সেন্টারের ডাইভিং পুলের পানি পরীক্ষা করে জানা গেছে, এখানে অ্যাথলেটদের উদ্বিগ্ন হওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকি নেই। ঘটনার মূল কারণ খুঁজে বের করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’