অলিম্পিকে প্রথম স্বর্ণ ফিজির
১৯৫৬ থেকে ২০১২ সাল পর্যন্ত অলিম্পিকের ১৩টি আসরে অংশ নিয়েও কোনো পদক জয়ের স্বাদ পায়নি ফিজি। তবে এবারের রিও অলিম্পিকে আর হতাশ হতে হয়নি তাদের। রাগবির ফাইনালে যুক্তরাজ্যকে ৪৩-৭ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিকের স্বর্ণপদক জিতেছে ফিজি।
অলিম্পিকে রাগবিকে নিয়মিতভাবে দেখা গেলে পদকের জন্য হয়তো এত দিন অপেক্ষা করতে হতো না ফিজিকে। রাগবি সেভেনে বরাবরই ভালো খেলে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। কিন্তু রিও অলিম্পিকে রাগবি দেখা গেছে ৯২ বছর পর। ১৯২৪ সালের পর এবারই প্রথমবারের মতো অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছিল রাগবি। আর প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ের জন্য সেই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করেনি ফিজি।
ফিজি টানা দুটি ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ জিতে অলিম্পিকে অংশ নিয়েছিল ফেভারিট হিসেবেই। সেই তকমার যথার্থতাও তারা প্রমাণ করেছে দারুণভাবে। কোয়ার্টার ও সেমিফাইনালে নিউজিল্যান্ড ও জাপানকে ধরাশায়ী করার পর ফাইনালে যুক্তরাজ্যকেও দিয়েছে হারের স্বাদ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে দক্ষিণ আফ্রিকা।