কনুই ভেঙে হাসপাতালে ভারোত্তোলক
এবারের অলিম্পিক শুধু মাইকেল ফেল্পসের কীর্তিতে ধন্য নয়। কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনারও সাক্ষী। ফরাসি জিমন্যাস্ট ও ডাচ সাইক্লিস্টের পর এবার দুর্ঘটনার শিকার হয়েছেন আর্মেনিয়ার একজন ভারোত্তোলক। ভারোত্তোলন করতে গিয়ে কনুইয়ের হাড় ভেঙে ফেলে হাসপাতালে যেতে হয়েছে আন্দ্রানিক কারাপেতিয়ানকে।
গত এপ্রিলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৭৭ কেজি বিভাগে শিরোপা জিতেছিলেন কারাপেতিয়ান। অলিম্পিকেও এই ইভেন্টে তিনি ছিলেন অন্যতম ফেবারিট। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ভালোভাবেই উতরে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় বাধে বিপত্তি। ১৯৫ কেজির ভার মাথায় তোলার সময় হাত ফস্কে যায় কারাপেতিয়ানের।
ব্যথায় চিৎকার করে ওঠা কারাপেতিয়ানকে সঙ্গে সঙ্গে প্রতিযোগিতার মঞ্চ থেকে বের করে নিয়ে আসেন এক কর্মকর্তা। ঘটনার আকস্মিকতায় কারাপেতিয়ানের কোচ আর সতীর্থরা তখন বিস্ময়ে বিমূঢ়। কিছুক্ষণ শুশ্রূষার পর স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয় আহত ভারোত্তোলককে। তখন তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছিল।
আহত না হলে ব্রোঞ্জ পাওয়ার সম্ভাবনা ছিল কারাপেতিয়ানের। কিন্তু এবারের অলিম্পিকে প্রথম পদকের স্বপ্ন নির্মমভাবে ভেঙে গেছে আর্মেনিয়ানদের।