রিওতে হতাশ করলেন সিদ্দিকুরও
রিও অলিম্পিকে বাংলাদেশের শেষ ভরসা ছিলেন সিদ্দিকুর রহমান। অন্য ক্রীড়াবিদদের চরম ব্যর্থতায় তিনি হয়তো কিছু করতে পারেন, এমনই আশায় বুক বেঁধেছিলেন অনেকেই। কিন্তু তিনিও হতাশ করলেন। এশিয়ান ট্যুরের দুটি শিরোপাজয়ী এই গলফার হয়েছেন ৫৫তম।
রোববার রাতে অনুষ্ঠিত এই শেষ রাউন্ডের প্রতিযোগিতায় সিদ্দিকুর পারের চেয়ে চার শট বেশি খেলেন। তাই সম্ভব হয়নি তাঁর আর পক্ষে ঘুরে দাঁড়ানো। চার রাউন্ড মিলে পারের চেয়ে ১১ শট বেশি খেলে হতাশায় অলিম্পিক মিশন শেষ করেন তিনি।
প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন সিদ্দিকুর। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করেছেন তিনি।
র্যাংকিংয়ের সেরা ৬০ গলফার সরাসরি অংশ নেওয়ার সুযোগ পান অলিম্পিকে। আন্তর্জাতিক গলফ ফেডারেশনের প্রকাশিত র্যাংকিংয়ে সিদ্দিকুরের স্থান ৫৬তম। তাই সরাসরি রিওতে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। অবশ্য এত দিন শুধু ‘ওয়াইল্ড কার্ড’ নিয়েই অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা।
এর আগে প্রতিযোগিতার পুরুষদের অ্যাথলেটিকসে ১০০ মিটার দৌড়ে প্রাক-বাছাইয়ের দুই নম্বর হিটে মেজবাহ আটজনের মধ্যে চতুর্থ হয়েছেন। এই রাউন্ডে মোট ২১ জনের মধ্যে ১৪তম হন তিনি। তাঁর টাইমিং ১১ দশমিক ৩৪ সেকেন্ড।
নারীদের সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে ৮৮ জনের মধ্যে ৬৯তম হন সোনিয়া আক্তার। অবশ্য তাঁর টাইমিং ভালোই ছিল, ২৯ দশমিক ৯৯ সেকেন্ড।
অলিম্পিকে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অ্যাথলেট শিরিন আক্তার। অ্যাথলেটিকসে নারীদের ১০০ মিটার দৌড়ে প্রাক-বাছাই হিটেই বাদ পড়েছেন তিনি। প্রতিযোগিতার এক নম্বর হিটে আট অ্যাথলেটের মধ্যে পঞ্চম হয়েছেন তিনি। তাঁর টাইমিং ১২ দশমিক ৯৯ সেকেন্ড।
শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ২৫তম হয়েছেন বাকি। তাঁর স্কোর ৬২১ দশমিক ২। তাই বাছাই থেকেই বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই বাংলাদেশি শ্যুটার।
প্রতিযোগিতার এলিমিনেশন রাউন্ড থেকে বাদ পড়েছেন আর্চার শ্যামলী রায়ও। মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর কাছে ৬-০ পয়েন্টে হেরে যান তিনি। এর আগে গেমসে তাঁর শুরুটাও ভালো হয়নি। র্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩তম হয়েছিলেন তিনি।
পুরুষদের সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলে মাহফিজুর রহমান ব্যর্থ হয়েছেন পাঁচ নম্বর হিটে আটজনের মধ্যে পঞ্চম হয়ে। তা ছাড়া মোট ৮৫ জনের মধ্যে ৫৪তম হয়েছেন এই বাংলাদেশি অ্যাথলেট। তাঁর টাইমিং ২৩ দশমিক ৯২ সেকেন্ড।