শূন্যে ডিগবাজির সময় মাথা স্থির!
ইতালির জিমন্যাস্ট এরিকা ফাসানা কোনো পদক জিততে পারেননি রিও অলিম্পিকে। তবু তাঁর একটা ‘কীর্তি’ নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ। ব্যাক ফ্লিপ বা শূন্যে ডিগবাজি দেওয়ার সময় মাথা স্থির রাখা ফাসানার একটি ভিডিও এ মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল।
গত মঙ্গলবার ফ্লোর এক্সারসাইজ ইভেন্টের ফাইনালে পারফর্ম করছিলেন ফাসানা। অন্য সবার মতো তিনিও ব্যাক ফ্লিপ দিয়েছিলেন। সেটা স্লো মোশনে দেখার পর বোঝা যায়, ব্যাক ফ্লিপ দেওয়ার সময় ফাসানার মাথা একটুও নড়েনি!
ভিডিওটা দেখে অনেকেই হতবাক। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘তাঁর মাথা যেন শূন্যে ভাসছিল।’ আরেকজনের প্রশ্ন, ‘তাঁর মাথা একদমই নড়ছিল না। কেন তাঁর মাথা নড়ছিল না?’ একজন তো ফাসানার পারফরম্যান্স দেখে ভয়ই পেয়ে গিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘দৃশ্যটা দেখে আমার পিলে চমকে গিয়েছিল।’
ফাসানার অদ্ভূত ‘ক্ষমতা’ নিয়ে মজাও করেছেন কেউ কেউ। একজনের মন্তব্য, ‘তিনি প্রতারণা করেছেন। তিনি ব্যাক ফ্লিপ দেননি। তিনি শুধু তাঁর পা মাথার চারদিকে ঘুরিয়েছেন!’
তবে ব্যাক ফ্লিপ দিয়ে সাড়া ফেলে দিলেও পদক জিততে পারেননি ফাসানা। ফ্লোর এক্সারসাইজে তাঁর অবস্থান ছিল ষষ্ঠ। অবশ্য আরেকবার অলিম্পিকে অংশ নিতে পেরেই খুশি ২০ বছর বয়সী জিমন্যাস্ট। ইন্সটাগ্রামে নিজের একটা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জীবনের দ্বিতীয় অলিম্পিকে দারুণ সময় কেটেছে। দুর্দান্ত অভিজ্ঞতা। এর চেয়ে খুশি আর হতে পারতাম না! অবিস্মরণীয় মুহূর্ত- রিও ২০১৬।’