বোলারদের প্রশংসায় মাশরাফি
এত দিন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। আগের সাতটি লড়াইয়ের সব কটিতেই হেরেছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টির আগের দিন তাই তেমন আশার বাণী শোনাতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। তবে খেলা শুরু হওয়ার পর দেখা গেল বাংলাদেশের সামনে পাকিস্তানই অসহায়। টি-টোয়েন্টিতেও দাপটে জিতে বাংলাদেশ অধিনায়ক দারুণ খুশি। এই সাফল্যের জন্য তিনি সবচেয়ে বেশি কৃতিত্ব দিলেন বোলারদের।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমি সব সময় বলি আর বিশ্বাসও করি- বোলাররাই একটা ম্যাচে জয়-পরাজয়ের নির্ধারক। আজ বোলারদের কৃতিত্বেই আমরা ম্যাচটা সহজে জিততে পেরেছি। বোলাররা নিয়ন্ত্রিত বোলিং না করলে পাকিস্তানকে এত কম রানে বেঁধে রাখা সম্ভব হতো না।’
অবশ্য ব্যাটসম্যানদের প্রশংসাও করলেন মাশরাফি, ‘ব্যাটসম্যানরাও খুব ভালো খেলেছে। সাকিব-সাব্বিরের দুর্দান্ত জুটি জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছে আমাদের। এই জয়ে ব্যাটসম্যানদেরও অনেক অবদান। তবে আমি বোলারদেরই এগিয়ে রাখব।’
ওয়ানডে সিরিজের পর একমাত্র টি-টোয়েন্টিতে সহজে জিতলেও কোনো রকম আত্মপ্রসাদে ভুগছেন না বাংলাদেশ দলের এই দুই ফরম্যাটের অধিনায়ক, ‘দলের সাফল্যে প্রত্যেকেই কোনো-না-কোনোভাবে অবদান রাখছে। অধিনায়ক হিসেবে আমার জন্য এটা দারুণ তৃপ্তিদায়ক। তারপরও আমাদের খেলায় কিছু ভুল-ত্রুটি আছে। সে সব জায়গায় উন্নতি করতে পারলে আরো ভালো ফল আসবে।’urgentPhoto
টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে সাকিব আল হাসান রান পাওয়ায় দারুণ খুশি দেশের সেরা পেসার মাশরাফি, ‘সাকিবের রানে ফেরা আমাদের জন্য খুব দরকার ছিল। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দারুণ একটা ইনিংস খেলেছে সে। আশা করি টেস্টেও সাকিব ভালো খেলবে।’
ওয়ানডে ও টি-টোয়েন্টির সাফল্য টেস্ট সিরিজে দলকে অনুপ্রাণিত করবে বলেই মাশরাফির বিশ্বাস, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমরা খুব ভালো খেলেছি। টেস্ট সিরিজে এই ভালো খেলার আত্মবিশ্বাস কাজে আসবে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট সিরিজ ড্র করাও সম্ভব।’
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদির মতে, এই হার ওয়ানডে সিরিজের ব্যর্থতার ধারাবাহিকতা, ‘একটা দলের খারাপ সময় আসলে সব ক্ষেত্রেই দুর্দশা চলতে থাকে। টি-টোয়েন্টিতেও হার সেই দুঃসময়েরই ধারাবাহিকতা।’
তবে নিজের আউট নিয়ে ভীষণ ক্ষুব্ধ আফ্রিদি, ‘আমার আউটটা আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হয়েছে। আশা করি আইসিসি ব্যাপারটা গুরুত্বের সঙ্গে দেখবে।’