অলিম্পিক পদক জিতে বিএমডব্লিউ প্রাপ্তি!
এবারের অলিম্পিক শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা খেয়েছিল রাশিয়া। ডোপ কেলেঙ্কারিতে অলিম্পিকে নিষিদ্ধ করা হয়েছিল তাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলকে। তবু রিও ডি জেনিরোতে রুশদের পারফরম্যান্স যথেষ্ট ভালো। অ্যাথলেটদের পারফরম্যান্সে দারুণ খুশি রাশিয়া। পদকজয়ীদের বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের পাশাপাশি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছে রুশ সরকার।
রিও অলিম্পিকে ১৯টি স্বর্ণসহ ৫৬টি পদক জিতেছে রাশিয়া। পদক তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের পেছনে থেকে তাদের অবস্থান চতুর্থ। পারফরম্যান্স বর্ধক ড্রাগ নেওয়ার অভিযোগে অনেকেই নিষিদ্ধ হওয়ায় গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ছোট দল নিয়ে অলিম্পিকে অংশ নিতে বাধ্য হয়েছে রাশিয়া। তারপরও এমন সাফল্য অভাবনীয়ই বটে।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রিও অলিম্পিকে স্বর্ণজয়ীকে ৪০ লাখ রুবল ও বিএমডব্লিউ ৬ উপহার দেওয়া হয়েছে। মস্কোতে একটি নতুন বিএমডব্লিউ ৬-এর মূল্য ৪৫ লাখ রুবল। রুপাজয়ীরা পেয়েছেন ২৫ লাখ রুবল ও বিএমডব্লিউ ৫। ব্রোঞ্জজয়ীদের প্রাপ্তি ১৭ লাখ রুবল ও বিএমডব্লিউ ৩।
মস্কোর ক্রেমলিনে এক অনুষ্ঠানে পদকজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।