তাজিকিস্তানের পথে শেখ রাসেল ক্রীড়াচক্র
এএফসি প্রেসিডেন্টস কাপের প্লে-অফ ম্যাচে অংশ নিতে শুক্রবার সকালে তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছে শেখ রাসেল ক্রীড়াচক্র। আগামী ১০ ফেব্রুয়ারি তাজিকিস্তানের এফসি খাইর ক্লাবের মুখোমুখি হবে তারা।
তবে এই ম্যাচে জাতীয় দলের পাঁচ ফুটবলারকে পাচ্ছে না শেখ রাসেল। জাতীয় দলের হয়ে তাঁরা এখন বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলছেন।
তাজিকিস্তানের ক্লাবটিকে হারাতে পারলে ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় প্লে-অফ ম্যাচে লেবাননের সালাম জাগার্তার বিপক্ষে খেলার সুযোগ পাবে শেখ রাসেল।
২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছিল শেখ রাসেল। সেবার বাছাইপর্ব পেরিয়ে প্লে-অফ ম্যাচে খেলার সুযোগও পায় তারা।