গোল করেই ফিরলেন রোনালদো
ইউরো কাপের ফাইনালের পর আর মাঠে দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইনজুরির কারণে খেলতে পারেননি পর্তুগিজের ইউরো কাপজয়ী তারকা। তবে মাঠে ফিরে গোল করতে ব্যাকুল হয়ে পড়েছিলেন রোনালদো। সেটির প্রতিফলনই দেখা গেল রিয়াল মাদ্রিদের লা লিগার ম্যাচে।
দুই মাস পর মাঠে ফিরে রোনালদো করেছেন নতুন মৌসুমের প্রথম গোলটি। এই সুবাদে ওসাসুনার বিপক্ষে ৫-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দখল করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
মাঠে ফিরে কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে রোনালদো সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। গ্যারেথ বেলের পাস থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
শুরুতে গোল পেয়ে আত্মবিশ্বাসও বেড়ে যায় রোনালদোর। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি কথা হলো আমি শুরুতে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। বড় কোনো ইনজুরির পর যেটা স্বাভাবিক। কিন্তু এখন খুব ভালো লাগছে। ব্যাথা ছাড়াই খেলতে পেরেছি। দ্রুতই পুরো ফিটনেস ফিরে পাব।’
রোনালদোর পর ওসাসুনার জালে আরো চারবার বল জড়ান দানিলো, সার্জিও রামোস, পেপে ও লুকা মদ্রিচ।
পাঁচ গোলের বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর দুটি গোল শোধ করতে পেরেছে ওসাসুনা। ৫-২ ব্যবধানের বড় জয় দিয়ে রিয়াল মাদ্রিদ দখল করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
এবারের মৌসুমে রিয়ালই একমাত্র দল হিসেবে জিততে পেরেছে প্রথম তিনটি ম্যাচ। নিজেদের তৃতীয় ম্যাচে আলাভেসের বিপক্ষে অঘটনের শিকার হয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলানা। ২-১ গোলে হারের পর নেমে গেছে চতুর্থ স্থানে।
প্রথম দুটি ম্যাচে ড্র করলেও তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে শিরোপার আরেক দাবিদার আতলেতিকো মাদ্রিদ। সেলতা ভিগোকে তারা হারিয়েছে ৪-০ গোলে।