বাংলাদেশকে নিয়ে সৌরভের উচ্ছ্বাস
নিজে বাঙালি বলেই হয়তো বাংলাদেশের প্রতি তাঁর ভীষণ টান। বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজখবর রাখেন, সাফল্যে অভিনন্দন জানাতেও দেরি করেন না সৌরভ গাঙ্গুলী। ব্যতিক্রম হয়নি খুলনা টেস্টেও। তামিম ইকবালের দ্বিশতক আর বাংলাদেশ দলের সাফল্যে উচ্ছ্বসিত ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।
শনিবার সৌরভ টুইটারে লিখেছেন, ‘সাবাস তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট দলকে এত ভালো খেলতে দেখে দারুণ লাগছে। তোমাদের নিয়ে গর্ববোধ করছি।’
‘প্রিন্স অব কলকাতা’র প্রতিক্রিয়াতেই বোঝা যাচ্ছে, তিনি কতটা খুশি। হওয়ারই কথা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সূচনালগ্নের সাক্ষী যে সৌরভ।
২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের টেস্ট অভিষেক। অধিনায়ক হিসেবে সেটা সৌরভেরও প্রথম টেস্ট ছিল। ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে টস করতে নেমেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে এর আগে দুজন বাঙালি কখনো টস করতে নামেনি। ঐতিহাসিক ঘটনাই বটে!