রুবেলকে নিয়ে দুশ্চিন্তা
বীরোচিত ব্যাটিংয়ে খুলনা থেকে ড্রয়ের খুশি নিয়ে ফিরলেও একটা দুশ্চিন্তা ঘিরে ধরেছে বাংলাদেশ দলকে। বাঁ পায়ের চোটের কারণে পেসার রুবেল হোসেনের দ্বিতীয় টেস্টে খেলা অনিশ্চিত।
খুলনা টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় বাঁ পায়ে ব্যথা পান রুবেল। আলোচিত এই পেসারের চোট কতটা গুরুতর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও দেবাশীষ চৌধুরী তা পরিষ্কারভাবে জানাতে পারেননি। শুধু বলেছেন, ‘রুবেলের বাঁ পায়ে এখনো ব্যথা আছে। রোববার পুরো দিনটা আমরা দেখব। তাকে দ্বিতীয় টেস্টে খেলার ছাড়পত্র দেওয়া যাবে কি না সেই সিদ্ধান্ত সোমবার আমরা নেব। এখনই কিছু বলা যাচ্ছে না।’
আগামী বুধবার থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে রুবেলের বিকল্প হিসেবে কাউকে ভাবা হচ্ছে কিনা এমন প্রশ্নে বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এনটিভি অনলাইনকে বলেন, ‘শুনলাম রুবেল বাঁ পায়ে ব্যথা পেয়েছে। পুরোপুরি সেরে উঠলে তাকে দ্বিতীয় টেস্টের দলে রাখা হবে। আর খেলতে না পারলে তার জায়গায় অন্য কাউকে নেওয়া হতে পারে।’
খুলনা টেস্টে পাকিস্তানের একমাত্র ইনিংসে ২২ ওভার বল করে ৮২ রান দিলেও কোনো উইকেট পাননি রুবেল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য চার উইকেট পেয়েছিলেন। বিশ্বকাপে নিয়েছিলেন আট উইকেট।