আফগানিস্তানের জয়কে অঘটন বলতে চান না মাশরাফি
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চলমান ওয়ানডে সিরিজে ১-১-এ সমতা রয়েছে। শেষ ওয়ানডেতে যে দল জিতবে, সিরিজ জয়ের উল্লাস করবে তারাই। শক্তির বিচারে অতিথি আফগানিস্তান কিছুটা পিছিয়ে থাকলেও সিরিজ জয়ের যোগ্য দাবিদার তারাও। প্রথম দুই ম্যাচে দারুণ ক্রিকেট খেলে তা প্রমাণও করেছে সফরকারী দলটি।
প্রথম ম্যাচেতো একেবারেই জয়ে কাছে এসেও হেরে গিয়েছিল আফগানিস্তান। আর দ্বিতীয় ম্যাচে দারুণ ক্রিকেট খেলে জিতেছে তারা। আফগানিস্তান এবার সিরিজ জিতলে তাকে মোটেও অঘটন বলা যাবে না বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রথমে হয়তো অনেকেই মনে করেছিলেন এই সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হবে। কিন্তু আমার ব্যক্তিগত মত ছিল সিরিজটি কঠিনই হবে। আফগানিস্তান গত দুই ম্যাচে তা প্রমাণও করেছে। এবার যদি তারা সিরিজ জিতেও তাকে অঘটন বলা যাবে না। আমার বিশ্বাস যদি তারা জিতে, যোগ্য দল হিসেবেই জিতবে।’
আফগানিস্তানকে যোগ্য দল বললেও অবশ্য সিরিজ হারতে চান না বাংলাদেশ অধিনায়ক। এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রতিপক্ষকে যোগ্য বলা মানে এই নয় যে আমরা সিরিজ জিততে চাই না। এখনো আমরা আত্মবিশ্বাসী সিরিজের শেষ ম্যাচটি জিততে।’
তবে এই ম্যাচে জিততে হলে চাপমুক্ত ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘সিরিজের শেষ ম্যাচটি জিততে হলে অবশ্যই আমাদের চাপমুক্ত ক্রিকেট খেলতে হবে। ব্যাটসম্যানদের আগের কথা ভুলে এই ম্যাচে নতুন উদ্যমে মাঠে নামতে হবে।’
শনিবার মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। খেলা শুরু হবে বেলা আড়াইটায়।