জায়গা পরিবর্তনে মিলল চেনা সাব্বির!
আগের দুই ম্যাচে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন সাব্বির রহমান। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে ২ এবং দ্বিতীয় ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। তরুণ এই ব্যাটসম্যানকে নিয়ে শুধু সমালোচনারই ঝড় ওঠেনি, একাদশে থাকবেন কি না তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল।
সেই সাব্বির তৃতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ উজ্জ্বল। দলীয় মাত্র ২৩ রানের মাথায় ওপেনার সৌম্য সরকার সাজঘরে ফিরে গেলে তিন নম্বরে ব্যাট করতে নামেন তিনি। আরেক ওপেনার তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলেন তিনি।
তাই এখন প্রশ্ন উঠেছে প্রথম দুই ম্যাচে রান পেলেন না কেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাহলে কি ব্যাটিং অর্ডারে নিজের প্রিয় জায়গায় খেলতে পারেননি তিনি?
আগের দুটি ম্যাচে সাব্বির ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। এই জায়গায় তিনি হয়তো খুব একটা ছন্দ পাচ্ছিলেন না। যখনই জায়গা পরিবর্তন করে তাঁকে তিন নম্বরে উঠিয়ে আনা হলো, তখনই আত্মবিশ্বাসী হয়ে উঠলেন তিনি। ফিরলেন রানেও। টি-টোয়েন্টিতে ভালো খেলে নজর কুড়ানো সাব্বির বেশির ভাগ সময়ই তিন নম্বরে ব্যাটিং করেছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে। ওয়ানডেতেও সেই সুযোগ পেলে যে ভালো করবেন, সেটাই যেন আজ বুঝিয়ে দিলেন সাব্বির।
নিজের ২৬তম ওয়ানডেতে সাব্বির পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক। এর আগে দুটি অর্ধশতক তিনি পেয়েছিলেন গত বছর মার্চে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে (৫৩ রান) এবং সে বছর নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে (৫৭ রান)। এদিন সাব্বির খেললেন ওয়ানডেতে তাঁর সর্বোচ্চ ইনিংস, ৭৯ বলে ৬৫ রানের। ছয়টি চার ও তিনটি ছক্কা ছিল তাঁর এই ইনিংসে।