পেলের প্রোস্টেটে অস্ত্রোপচার
বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না পেলের। গত বছরের ডিসেম্বরে সপ্তাহ দুয়েক হাসপাতালে ছিলেন। কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হলেন আবারো। এবার প্রোস্টেটে (মূত্রথলির নিচের একটি ছোট গ্রন্থি) অস্ত্রোপচার করাতে হয়েছে ব্রাজিলের ফুটবল-কিংবদন্তিকে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর ব্রাজিলের সংবাদবিষয়ক ওয়েবসাইট গ্লোবো স্পোর্ত জানিয়েছিল, হাইপারপ্লেসা নামক প্রোস্টেট সমস্যার কারণে মূত্রনালি সংক্রমণের শঙ্কার সামনে ছিলেন তিনটি বিশ্বকাপজয়ী পেলে। অস্ত্রোপচারের পর সেই শঙ্কা দূর হওয়ারই কথা।
বৃহস্পতিবার পেলের অস্ত্রোপচার হয়েছে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। গত ডিসেম্বরে এই হাসপাতালেই কিডনি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন ফুটবল-সম্রাট।