বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া
মাত্র ৬৩ রানে সফরকারী ইংল্যান্ডের তিন উইকেট তুলে নিয়ে বেশ চাপেই ফেলে দিয়েছিল বাংলাদেশ। তখন মনে হয়েছিল এদিন বুঝি প্রতিপক্ষকে অল্প স্কোরের মধ্যে বেঁধে ফেলা যাবে। সেই ইংল্যান্ড কিছুক্ষণের মধ্যে শুধু ঘুরেই দাঁড়ায়নি রীতিমতো স্বাগতিকদের বোলিংয়ের ওপর চাপও তৈরি করেছে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচের চিত্রটা অবশ্য পাল্টে যেতে পারত, যদি না তিনটি ক্যাচ মিস না হতো। এক বেন স্টোকসের তিনবার ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা।
প্রথম ক্যাচটি মিস করেছেন মাহমুদউল্লাহ। পেসার তাসকিন আহমেদের বলে ৩০.২ ওভারে বেন স্টোকস জোরালো শট মিডঅনে দাঁড়ানো ফিল্ডার মাহমুদউল্লাহ বল ধরেও ফেলে দেন।
এর এক ওভার পর ৩১.১ ওভারের সময় ক্যাচ ফেলেছেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বলে বেন স্টোকস উড়িয়ে মেরেছিলেন এক্সট্রা কাভাবে থাকা ফিল্ডার মোশাররফ ক্যাচটি ধরে ব্যর্থ হন।
ব্যক্তিগত ৬৯ ও ৭১ রানে দুটি জীবন পাওয়া সেই স্টোকসের আরো ক্যাচ ধরতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। দলীয় ৩৬তম ওভারে মাশরাফির একটি বলে স্বাগতিক দলের চার ফিল্ডার দৌড়ে গিয়েও ক্যাচ ধরতে পারেননি।
বাংলাদেশের ফিল্ডারদের এই ক্যাচ মিসের মহড়ায় প্রতিপক্ষ ব্যাটসম্যানরাও সুযোগ পান দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার। শেষ পর্যন্ত ইংল্যান্ড যে বড় সংগ্রহের পথে এগুচ্ছে তা এখন বলাই যায়।