প্রথম শতক উপহারই পেলেন স্টোকস
২৫টি টেস্ট খেলে তিনটি শতক করে ফেলেছেন বেন স্টোকস। কিন্তু ওয়ানডেতে শতকের দেখা মিলছিল না কিছুতেই। ৪৪টি ওয়ানডের মধ্যে খেলতে পেরেছিলেন সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস। তবে বাংলাদেশ সফরে এসে আর হতাশ হতে হলো না ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটসম্যানকে। স্টোকসকে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকটা এক রকম উপহারই দিলেন বাংলাদেশের ফিল্ডাররা, একের পর এক ক্যাচ মিস করে।
৬৩ রানে তিন উইকেট হারানোর পর উইকেটে এসে দারুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন স্টোকস। তবে ৩১তম ওভারে সাজঘরে ফিরতে পারতেন ৭০ রানের মাথায়। তাসকিন আহমেদের বলে মিড অনে ক্যাচ দিয়েছিলেন স্টোকস। কিন্তু সহজ ক্যাচটা তালুবন্দি করতে পারেননি মাহমুদউল্লাহ। মাশরাফি বিন মুর্তজার পরের ওভারে আবারও স্টোকসকে সাজঘরে ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। এবার ডিপ কভারে ক্যাচ ফেলেছেন মোশাররফ হোসেন। ৪০তম ওভারে আরও একবার স্টোকসের ক্যাচ মিস করেছে বাংলাদেশ। তখন তিনি ছিলেন ৯৭ রানের মাথায়।
তিন তিনবার জীবন পেয়ে শতক পূর্ণ করাকে উপহার ছাড়া আর কী-ই বা বলা যায়! তবে এত কিছুর পরেও ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি স্টোকস। আউট হয়ে গেছেন ১০১ রান করে। ৪১তম ওভারে মাশরাফির বলে ক্যাচ দিয়েছিলেন ডিপ মিড উইকেটে। সেটা আর তালুবন্দি করতে কোনো ভুল করেননি সাব্বির রহমান।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক করার পর এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার পথেও অনেকখানি এগিয়ে গেছেন স্টোকস। আর মাত্র ১৩ রান করলেই পূর্ণ করতে পারবেন এক হাজার রান।