কার জায়গায় খেলবেন নাসির?
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের শেষ দশ ওভারের ব্যাটিং খুব ভালো হচ্ছে না। তাই এখন ভালোভাবেই আলোচনায় এসেছে, ব্যাটিংয়ের নিচের সারিতে একজন ফিনিশারের খুবই ওভাব।
এই ফিনিশার হিসেবে যার নামটি আলোচনায় এসেছে বেশি আলোচনায় এসেছে, তিনি হচ্ছেন নাসির হোসেন। দলে থাকলেও এই অভিজ্ঞ অলরাউন্ডারের বেশ কিছুদিন হলো একাদশে জায়গা হচ্ছে না। তাই এখন প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দলে স্থান পাবেন তিনি?
শনিবার রাজধানীর এক হোটেলে নাসির প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, ‘কার জায়গায় খেলবেন নাসির? নাসিরকে খেলাতে হলে বাদ দিতে হবে মোশাররফ হোসেন রুবেলকে। একজন বাঁহাতি স্পিনারকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা খুব একটা সহজ হবে না। যেখানে তাদের চারজন ডানহাতি হার্ডহিটার ব্যাটসম্যান রয়েছেন।’
নাসির দলে থাকলেও বেশ কিছুদিন ধরেই একাদশের বাইরে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৬ রানের দারুণ একটি ইনিংস খেলেও নির্বাচকদের আস্থা কুড়াতে পারেননি তিনি। তাই এখন প্রশ্ন উঠেছে, আর কত উপেক্ষিত থাকবেন তিনি।