সিরিজ জয়ের আশা মাশরাফির
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ছিল হারের শঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত ৩৪ রানের জয়ে ফিরেছে সমতা। এতে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।
রোববার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিরিজ জয়ের আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘এখন সিরিজ সমতায় নিয়ে এসেছি। এবার লক্ষ্য হলো সিরিজ জয়। আমরা আশাবাদী সিরিজ জয়ের।’
‘চট্টগ্রামে শেষ ম্যাচে জিতে সিরিজ জয়ের উল্লাস করতে চাই আমরা। সেই সামর্থ্য আমাদের আছে।’
দ্বিতীয় ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয়ে মাশরাফির অবদান অসামান্য। ব্যাট হাতে মাশরাফি ২৯ বলে ৪৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।
পরে বলে হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। ৮ দশমিক ৪ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় নিয়েছেন চার উইকেট।
দেশের মাটিতে টানা ছয়টি সিরিজ জিতেছে বাংলাদেশ। কয়েক দিন আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগারা। জয়ের এই ধারা অব্যাহত রাখতে চান বাংলাদেশের দলনায়ক। তাই শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।