ফাইনালে গোল চান জাহিদ
গোল করেছেন ডিফেন্ডার নাসির চৌধুরী। কিন্তু ম্যাচ শেষে বাংলাদেশ দলের সবাই উল্লাসে মেতে উঠলেন ফরোয়ার্ড জাহিদ হোসেনকে নিয়ে। কারণ কী? কারণ দেশের
অন্যতম সেরা ফরোয়ার্ড শুধু নিজের জন্য খেলেননি, পুরো দলকে উজ্জীবিত করেছেন দারুণভাবে। তাই তাঁকে নিয়ে সতীর্থদের এত উচ্ছ্বাস। ম্যাচ সেরার পুরস্কারও তাঁকে দিতে ভুল করেননি বিজ্ঞ বিচারকরা।
তবে থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠলেও এখনই তৃপ্তির ঢেকুর তুলছেন না জাহিদ। খেলা শেষে জানালেন, ‘দলের জয়ে ভূমিকা রাখতে পেরেছি বলে ভালো লাগছে। তবে দায়িত্ব এখন আরো বেড়ে গেছে। ফাইনালে দলকে জয় এনে দিতে হবে। ফাইনালে গোল করে দলকে জয় এনে দিতে পারলেই মনে করব দায়িত্ব ঠিকমতো পালন করতে পেরেছি।'
‘দেশের জন্য খেলেছি। তাই নিজেকে উজাড় করে দিয়েছি। শুধু আমি একা নই, পুরো দল জয়ের জন্য ব্যাকুল ছিল। তাই থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানো সম্ভব হয়েছে।'
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে এসেছে জাহিদকে নিয়ে মোহামেডানেরঅর্থসংক্রান্ত বিতর্ক। এ ব্যাপারে জাহিদ বলেন, ‘আমার পুরো মনোযোগ ছিল এই ম্যাচের দিকে। ওই বিষয়টি নিয়ে মোটেও ভাবিনি। তা ছাড়া বাফুফে সভাপতি কথা দিয়েছেন, তিনি ব্যাপারটি দেখবেন। তাহলে তো আর কথা থাকতে পারে না।'
জাহিদের ভাবনা এখনক্লাব নয় দেশ, ‘ক্লাবের চেয়ে দেশ আগে। দেশের মানুষের জন্য, দেশের ফুটবলের জন্য কিছু করতে পারাই সবচেয়ে বড় ব্যাপার। এটিই আমার একমাত্র চাওয়া।’