বিতর্কের প্রভাব থাকবে তৃতীয় ওয়ানডেতেও!
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়াডে ম্যাচে হওয়া বিতর্ক যেন শেষ হওয়ার নয়। শুধু সবার মুখে মুখেই নয়, জোরেসোরে আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিকযোগাযোগ মাধ্যমেও। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগেও এই বিষটি ভালোভাবেই আলোচনায় এসেছে। এর প্রভাব পরের ম্যাচে থাকাটাই স্বাভাবিক। তাই দুই দলই এই ম্যাচটিতে জয় পেতে মরিয়া হয়ে থাকবে বলে মনে করেন সফরকারী দলটির অন্যতম খেলোয়াড় মইন আলী।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচ।
মঙ্গলবার চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মইন আলী বলেন, 'বাংলাদেশ ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জিতেছে। এবার আমরা তাদের হারাতে চাই। আমার মনে হয়, দুই দলই এখন তৃতীয় ওয়ানডেতে জয় পেতে মরিয়া। দুই দলই জিততে চাইবে আগের চেয়ে বেশি করে।'
তবে আগের কথাগুলো ভুলে যেতে চান অতিথি দলটির এই নির্ভরযোগ্য খেলোয়াড়। এই সম্পর্কে তিনি বলেন, 'আসলে আমাদের কয়েকজন খেলোয়াড় সে ম্যাচে উত্তেজিত হয়ে পড়েছিল। এমনটা হতেই পারে। ব্যাপারটি পেছনে পড়ে গেছে। আমরাও ভুলে যেতে চাই। মনোযোগী হতে চাই ক্রিকেটে।'