ক্রুইফের ভাষায় ‘অসাধারণ জয়’
'খেলোয়াড়দের প্রতি আমার আস্থা ছিল, তারা ভালো খেলবে। এই ম্যাচ জিতবে তাতেও আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু এতটা ভালো খেলবে ভাবিনি।’ থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠে আবেগাপ্লুত কণ্ঠে বললেন বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। তাঁর দৃষ্টিতে এই জয় ‘অসাধারণ’।
শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ডাচ কোচ বলেন, ‘টুর্নামেন্টের এই একটি ম্যাচে প্রত্যেক খেলোয়াড় নিজেকে উজাড় করে খেলেছে। প্রত্যেকেই দেশের জন্য লড়াই করেছে। অসাধারণ খেলেছে। এটা বলে বোঝানোর মতো নয়।'
'আমি এত খুশি হয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের কৌশলের শতভাগ প্রয়োগ করা সম্ভব হয়েছে বলেই এই জয় এসেছে। কিছু ভুলভ্রান্তি হয়তো ছিল, কিন্তু কারো মধ্যে আমি চেষ্টার কোনো কমতি দেখিনি।'
ক্রুইফ তার প্রতিটি শিষ্যকে ধন্যবাদ জানাতেও দ্বিধা করেননি, 'তারা যে ফুটবল খেলেছে তাতে তাদের ধন্যবাদ দিলেও কম হয়। তারা আমার প্রত্যাশার চেয়েও অনেক ভালো খেলেছে।'
সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের কোচ পোমার্ট চোকতাভি বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, 'পুরো ম্যাচেই তারা আধিপত্য দেখিয়েছে। খেলেছেও অসাধারণ। আমার পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন। তারা অসাধারণ গতিময় ফুটবল খেলে যোগ্য দল হিসেবেই জয় তুলে নিয়েছে।'