লা লিগায় এমন চিত্র ১০ বছর পর!
তারকাখ্যাতির বিচারে ইউরোপের অন্যান্য লিগগুলোর চেয়ে এগিয়েই রাখতে হবে স্প্যানিশ লা লিগাকে। মেসি-রোনালদো-নেইমার-বেল-সুয়ারেজদের মতো বিশ্বসেরা খেলোয়াড়রা মাতিয়ে রাখেন স্প্যানিশ লিগ। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয় বলে প্রায়ই সমালোচনা হয় ইউরোপের অন্যতম সেরা এই লিগকে নিয়ে। লা লিগা মানেই যেন শুধু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার লড়াই। গত কয়েক মৌসুম ধরে যোগ হয়েছে আতলেতিকো মাদ্রিদের নাম।
তবে এবারের মৌসুমে পাল্টে যেতে পারে দৃশ্যপট। মৌসুমের শুরুতে শিরোপাজয়ের জন্য পাল্লা দিয়ে লড়তে দেখা যাচ্ছে ছয়টি ক্লাবকে। লা লিগায় এমন দৃশ্য দেখা গেল ১০ বছর পর!
২০০৬-০৭ মৌসুমের প্রথম আট ম্যাচ শেষে শীর্ষ ছয়টি দলের পয়েন্ট ব্যবধান ছিল তিন। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বার্সেলোনা। ষষ্ঠ স্থানে থাকা গেটাফের ঘরে জমা হয়েছিল ১৪ পয়েন্ট। ঠিক ১০ বছর পর এবারের মৌসুমেও দেখা যাচ্ছে এমন চিত্র। ২০১৬-১৭ মৌসুমের প্রথম আট ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা বার্সেলোনা ও ভিলারিয়ালের সংগ্রহ ১৬ পয়েন্ট। ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করেছে অ্যাথলেটিক বিলবাও।
আগামী সপ্তাহে আরো জমজমাট হয়ে উঠতে পারে লা লিগার লড়াই। যেখানে আতলেতিকো মাদ্রিদ খেলবে সেভিয়ার বিপক্ষে। আর অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
২০০০ সাল থেকে লা লিগার সর্বশেষ ১৬টি আসরের ১৩টি শিরোপাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে রিয়াল মাদ্রিদ (৫) ও বার্সেলোনা (৮)। ২০১৩-১৪ মৌসুমে দীর্ঘদিন পর রিয়াল-বার্সার একক আধিপত্য ভেঙেছিল আতলেতিকো মাদ্রিদ।