বাংলাদেশে আসতে অনাগ্রহী স্টেইন
আগামী জুলাইয়ের শুরুতে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। কিন্তু এই সফরে আসতে আগ্রহী নন ডেল স্টেইন। কারণটা বেশ অদ্ভুত। চার বছর পরের বিশ্বকাপে দেশকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে ‘শক্তি জমিয়ে রাখতে’ চাইছেন এই ফাস্ট বোলার!
এবারের বাংলাদেশ সফরের পুরো সময়ে এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি ও মর্নে মরকেলের মতো তিন অভিজ্ঞ ক্রিকেটারকে না-ও পেতে পারে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। তিনজনই সে সময়ে প্রথমবারের মতো বাবা হবেন।
স্টেইন অবশ্য সে জন্য নয়। টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার বাংলাদেশে আসতে চাইছেন না ‘শক্তি’ সঞ্চয়ের জন্য। আইপিএলে খেলতে স্টেইন এখন ভারতে। সেখানেই উইজডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি নিজেকে বড় বড় টুর্নামেন্টের জন্য বাঁচিয়ে রাখতে চাই। বাংলাদেশের বিপক্ষে কয়েকটা বল করে সেটা নষ্ট করতে চাই না।’
অন্তত একবার বিশ্বকাপ জয়ের মধুর স্বাদ নেওয়ার জন্যই বাংলাদেশে আসতে অনাগ্রহী স্টেইন, ‘এটা খুব আত্মকেন্দ্রিক শোনাতে পারে। কিন্তু আমি দেশের জন্য একটা বিশ্বকাপ জিততে চাই। এ সুযোগ আসে চার বছর পরপর। বাংলাদেশ বা জিম্বাবুয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বাংলাদেশে তিনটা ওয়ানডে খেলে আমার আত্মবিশ্বাস তেমন বাড়বে না।’
স্টেইন-ডি ভিলিয়ার্স-মরকেলদের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা দলে কয়েকজন নবাগতকে দেখা যেতে পারে বাংলাদেশ সফরে।