‘এই সাফল্য সারা জীবন মনে থাকবে’
জীবনের প্রথম টেস্ট বলে কথা! তাও আবার গড়েছেন দারুণ কীর্তি। এমন দিনটির কথা কখনই ভোলার নয়। তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও ভুলতে চান না নিজের কীর্তিময় এই দিনটির কথা। সারা জীবন মনে রাখতে চান তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট নিয়েছেন মিরাজ। সপ্তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকে পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি।
চলমান এই টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এই দিনটি এখন থেকে আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। সত্যিই এই দিনটি ভোলার নয়। সারা জীবন মনে থাকবে আমার।’
এদিন নিজের অভিষেক টেস্টের প্রথম দিনে ৬৪ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন মিরাজ। বেন ডাকেট, অ্যালিস্টার কুক, জো রুট, মইন আলী, জনি বেয়ারস্টোর মতো দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের এই পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। তাই হয়তো সারা জীবন মনে থাকবে তাঁর এই দিনটির কথা।
অধিনায়ক মুশফিকুর রহিমের পরামর্শে এই সাফল্য পাওয়া সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি, 'বোলিংয়ে যাওয়ার পর থেকে মুশফিক ভাই আমাকে পরামর্শ দিয়েছেন, প্রতিটি বল স্ট্যাম্পের সামনে ফেলতে। ধারাবাহিকভাবে এক জায়গায় বল ফেলা সম্ভব হলে ব্যাটসম্যান বিভ্রান্ত হবেই, তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমি সে রকমভাবে চেষ্টা করেছি বলে হয়তো বা উইকেটগুলো পেয়েছি।'