মুশফিকের জন্য তামিমের আক্ষেপ
দিনের তখনো ১৫ বল বাকি। ব্যাটের কানায় বল লেগে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ শিবিরে কিছুটা অক্ষেপ ঝরে পড়েছে, এই অভিজ্ঞ ব্যাটসম্যান যদি আরো কিছুক্ষণ পিচে থাকতে পারতেন। তাহলে দিনটা পার হতো, পরদিন তাঁর হাত ধরে স্বাগতিকরা হয়তো আরো ভালোভাবে এগিয়ে যেতে পারত।
এমন আক্ষেপ ঝরে পড়েছে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের কণ্ঠেও। মুশফিক আউট না হলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানেই থাকত বলে মনে করেন তিনি।
শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘মাহমুদউল্লাহ ও মুশফিক দ্বিতীয় দিনে যদি শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারতেন, তাহলে আমরা এখন খুবই ভালো অবস্থানে থাকতে পারতাম। বিশেষ করে মুশফিক আউট হওয়াটা আমাদের জন্য অনেকখানি ক্ষতি হয়েছে।’
তরপরও বাংলাদেশকে এখনো কিছুটা এগিয়ে রেখেছেন এই বাঁহাতি ওপেনার, ‘সফরকারী ইংল্যান্ডের চেয়ে আমরা এখনো কিছুটা এগিয়ে আছি। কারণ আমাদের হাতে পাঁচ উইকেট রয়েছে। সাকিব অপরাজিত আছে। সাব্বির ও মিরাজের মতো ব্যাটসম্যান হয়েছে। তারা কিছুটা দৃঢ়তা দেখাতে পারলে আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব হতেও পারে।’
অধিনায়ক মুশফিক এদিন ৭৭ বলে ৪৮ রান করে সাজঘরে ফিরে যান। দিনের ১৫ বল বাকি থাকতে তাঁর আউট হওয়া নিয়ে যত অক্ষেপ ঝরে পড়ছে।
ম্যাচে ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৯৩ রানের জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ২২১ রান করেছে। হাতে রয়েছে পাঁচটি মূল্যবান উইকেট।