অনেক কষ্টে এই রান করেছি : তামিম
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দলের সর্বোচ্চ স্কোরার তামিম ইকবাল। উদ্বোধনীতে নেমে তিনি ৭৮ রানের একটি ঝলমলে ইনিংস খেলেছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে এই রান করতেও নাকি বেশ বেগ পেতে হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে।
কেন এমন হয়েছে? শুক্রবার দিনশেষে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে তমিম বলেন, ‘এমন উইকেটে সেট হওয়াটা খুবই মুশকিল। বল খুবই টার্ন করছিল। এই উইকেটে প্রতিটি রানই আমাকে খুবই কষ্ট করে করতে হয়েছে।’
এই উইকেটে ভুল করলেই আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয় বলে মনে করেন এই বাঁহাতি ওপেনার, ‘এমন উইকেটে ভুল করলে ভালো কিছু করা সম্ভব নয়। একটু ভুল করলে আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অবশ্য আমি ভুল শট খেলে আউট হয়নি।’
তবে নিজের ইনিংসটা আরেকটু বড় করতে পারলে ভালো হতো বলে মনে করেন তামিম, ‘এদিনের ইনিংসটি যথেষ্টই ভালো। তবে আরো বড় করতে পারলে ভালো হতো।’
এদিনের ৭৮ রানের ইনিংসটি খেলে তামিম নতুন একটি কীর্তি গড়েছেন। ঘরের মাঠে দুই হাজার রান ছাড়িয়ে গেছেন।