এখন সেই বোলারদেরই প্রশংসায় হাথুরুসিংহে
এক টেস্টে ২০ উইকেট নেওয়ার সামর্থ্য বাংলাদেশের বোলারদের নেই -টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এমনটিই বলেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দুই ইনিংসে সফরকারী ইংল্যান্ডের ২০ উইকেট তুলে নেওয়ায় সেই তাঁর মুখেই এখন বোলারদের প্রশংসা।
রোববার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, 'আমাদের বোলাররা প্রমাণ করেছে, তারা ভালো কিছু করার ক্ষমতা রাখে। তা ছাড়া এমন উইকেটে আমরা সঠিক কম্বিনেশনও পেয়েছি। এই ম্যাচে ভালো করার ক্ষেত্রে যা আমাদের দারুণ সহযোগিতা করেছে।'
ইংল্যান্ডকে দুই ইনিংসেই ৩০০ রানের নিচে আউট করেছে বাংলাদেশের বোলাররা। হাথুরুসিংহে বলেন, 'আমি সত্যিই খুশি হয়েছি আমাদের বোলাররা ২০ উইকেট নিতে পেরেছে বলে। এটা আমাদের জন্য ইতিবাচক একটি দিক। ভবিষ্যতে ভালো করার ক্ষেত্রে যা আমাদের প্রেরণা জোগাবে।'
চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের নেওয়া ২০ উইকেটের মধ্যে স্পিনারই নিয়েছেন ১৮ উইকেট। একটি রান আউট আর বাকি উইকেটটি নিয়েছেন একজন পেসার।
দুই ইনিংস মিলে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান নিয়েছেন সাতটি করে উইকেট। তাইজুল ইসলাম চারটি এবং একটি উইকেট পেয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি।