'প্রতিটি ম্যাচই আমার কাছে অভিষেক'
গত বছর জুলাই-আগস্টে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচের পর দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে আরেকটি টেস্ট খেলার জন্য। প্রায় ১৫ মাস পর এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মুখোমুখি হয়েছেন মুশফিক-সাকিবরা।
এই বিরতিতে কিছুটা হতাশা বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে। এই দীর্ঘ বিরতির কারণে প্রতিটি টেস্টই তাঁর কাছে যেন অভিষেক ম্যাচ মনে হয়।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, 'সবসময় একটা সিরিজ খেলার পর আরেকটি সিরিজের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় আমাদের। এটা আসলেই আমাদের কাছে খুবই হতাশার। তাই প্রতিটি টেস্ট ম্যাচ খেলতে নামার আগে মনে হয় আমি যেন অভিষেক টেস্ট খেলতে নামলাম।'
তাই নিয়মিত টেস্ট খেলার আশা করেন বাংলাদেশ অধিনায়ক। এ সম্পর্কে তিনি বলেন, 'নিয়মিত টেস্ট খেলতে পারলে আমাদের জন্য ভালো হবে। খেলোয়াড়রাও ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারবে। তাহলে টেস্টে আমাদের উন্নতিটা হবে দ্রুত।'
অবশ্য আগামী বছর বেশ কয়েকটি সিরিজ খেলবে বাংলাদেশ। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের পর, ফেব্রুয়ারিতে ভারত সাফরে যাবে একটি টেস্ট খেলতে। তারই ধারাবাহিকতায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।