শঙ্কা নেই সাব্বিরের অসুস্থতা নিয়ে
জ্বর ও গ্যাস্ট্রিকের ব্যথা নিয়েই চট্টগ্রাম টেস্ট খেলেছিলেন সাব্বির রহমান। চরম অসুস্থতা নিয়ে খেললেও কাউকে মোটেও বুঝতে দেননি তিনি। দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজন মুহূর্তে ব্যাটহাতে দারুণ দৃঢ়তা দেখিয়েছিলেন এই তরুণ ব্যাটসম্যান। নিজের অভিষেক টেস্টে খেলেছিলেন ১০২ বলে ৬৪ রানের একটি হার না মানা ইনিংস। তাঁর এই ইনিংসের ওপর ভর করে চট্টগ্রামে বাংলাদেশ জয়ের স্বপ্নও দেখেছিল। যদিও শেষ হাসি হাসতে পারেনি স্বাগতিকরা।
তবে চট্টগ্রাম টেস্ট শেষে সাব্বিরের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। তাই ঢাকায় ফেরার পরই চিকিৎসকের কাছে নিয়েও যাওয়া হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর অ্যান্ডোসকপিও করানো হয়। আশার কথা রিপোর্টে দুশ্চিন্তার কোনো খবর আসেনি। সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা তাঁর।
কিন্তু এখন কথা হচ্ছে ঢাকায় আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তো সাব্বির? তা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম আশাবাদী পরের টেস্টে খেলতে পারবেন সাব্বির। এ সম্পর্কে তিনি বলেন, ‘আজ অ্যান্ডোসকপি করানো হয়েছিল বলেই দলের অনুশীলনে থাকতে পারেননি সাব্বির। কিছুটা বিশ্রামে রয়েছেন তিনি। তা ছাড়া তাঁর পেটের ব্যথা এখন কিছুটা কমেছে। আশা করছি কাল থেকে অনুশীলনে নামবেন তিনি। আমি আশাবাদী পরের টেস্টেও তিনি খেলবেন।’
শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড।