কেমন হতে পারে ঢাকা টেস্টের বাংলাদেশ একাদশ
ঢাকায় দ্বিতীয় টেস্টে দলে হুট করে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রামে প্রথম টেস্টের পর সাব্বির রহমানের অসুস্থতার খবর এবং সৈকতকে দলে নেওয়ার যোগসূত্র খুঁজে পান অনেকেই। অসুস্থতার কারণে যদি শেষ পর্যন্ত সাব্বির খেলতে না পারেন সে ক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন এই তরুণ অলরাউন্ডার।
বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একটি সূত্রে জানা গেছে, দলে ডাক পেলেও সৈকতের অভিষেকের অপেক্ষা আরো বেড়ে যাচ্ছে। সাব্বির এখন অনেকটাই সুস্থ। বৃহস্পতিবার তিনি অনুশীলনও করেছেন। তাই একাদশে তাঁর জায়গা পাওয়া নিশ্চিতই বলা যায়।
জ্বর ও গ্যাস্ট্রিকের ব্যথা নিয়েই চট্টগ্রাম টেস্ট খেলেছিলেন সাব্বির। তাই ঢাকায় ফেরার পরই চিকিৎসকের কাছে নেওয়া হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর অ্যান্ডোসকপিও করানো হয়। রিপোর্টে দুশ্চিন্তার কোনো খবর আসেনি। সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা তাঁর।
জাতীয় দলে ডাক পাওয়া আরেক নতুন মুখ পেসার সুভাশীষ রায় দলে জায়গা পাবেন কি না, তা নিয়েও কম আলোচনা হচ্ছে না। অবশ্য দলে তাঁর জায়গা পাওয়াটা নির্ভর করছে, একাদশে কয়জন পেসার খেলানো হবে তার ওপর। চট্টগ্রামে দুই পেসার খেলানো হলেও ঢাকায় এক পেসার নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ।
এক পেসার খেলানো হলে কামরুল ইসলাম রাব্বি দলে জায়গা পাচ্ছেন এটা নিশ্চিত। আর যদি দুজন খেলানো হয় সে ক্ষেত্রে শুভাশীষ দলে জায়গা পেতে পারেন।
অবশ্য শোনা যাচ্ছে এই ম্যাচে স্পিনে প্রাধান্য দেবে বাংলাদেশ। সে ক্ষেত্রে এক পেসার খেলানো হলে অলরাউন্ডার শুভাগত হোম একাদশে সুযোগ পেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ দুই পেসার খেলাতেও পারে।
ঢাকা টেস্টের সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও শুভাশীষ রায়।