২২০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
দ্বিতীয় উইকেটে ১৭০ রানের দারুণ জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক। কিন্তু এই দুজন সাজঘরে ফেরার পর বাংলাদেশ যে এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়বে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। মাত্র ৫০ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারিয়েছে আট উইকেট। প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২২০ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। প্রথমেই ইমরুল কায়েসের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক। প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে আরো একবার জ্বলে উঠেছেন তামিম। দারুণ ব্যাটিং করে পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক। তবে ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। আউট হয়েছেন ১০৪ রান করে। মধ্যাহ্নবিরতির পর তামিমকে আউট করে ইংলিশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন মইন আলী। কয়েক ওভার পরে ৬৬ রানের লড়াকু ইনিংস খেলে মুমিনুলও ফিরে গেছেন মইনের শিকার হয়ে। মুমিনুল আউট হওয়ার পরপরই বাংলাদেশ পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে।
কয়েক ওভারের মধ্যেই একে একে সাজঘরের পথে হেঁটেছেন মাহমুদউল্লাহ (১৩), অধিনায়ক মুশফিকুর রহিম (৪) ও সাব্বির রহমান (০)। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের স্কোর ছিল ২০৫/৬। দিনের শেষ সেশনে বাংলাদেশের বাকি চারটি উইকেট তুলে নিতেও খুব বেশি সময় লাগেনি ইংল্যান্ডের। মাত্র আট ওভার ব্যাটিং করতেই বাংলাদেশ হারিয়েছে বাকি চারটি উইকেট। প্রথম টেস্টের দুই ইনিংসের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ১ রানে আউট হয়েছেন মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসান করেছেন ১০ রান।
ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে পাঁচটি উইকেট নিয়েছেন মইন আলী। ৩০ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন ক্রিস ওকস। বেন স্টোকসের ঝুলিতে গেছে দুটি উইকেট।
প্রথম টেস্টে খুব কাছাকাছি গিয়েও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে মুশফিক বাহিনী। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে আছেন চারজন স্পিনার। তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের সঙ্গে দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম। ইংল্যান্ড দলেও আছে দুটি পরিবর্তন। গ্যারেথ ব্যাটির পরিবর্তে দলে এসেছেন জাফর আনসারি। বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হচ্ছে ২৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের। স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে খেলবেন স্টিফেন ফিন।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।
ইংল্যান্ড দল : অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, মইন আলী, জনি বেয়ারস্টো, জাফর আনসারি, ক্রিস ওকস, আদিল রশিদ ও স্টিফেন ফিন।