মিরপুরে উইকেট-বৃষ্টি থামাল সত্যিকারের বৃষ্টি
ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে গত দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে বাংলাদেশে। মিরপুরে ইংল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরুর আগেও তাই সবার সতর্ক দৃষ্টি ছিল আকাশের দিকে। অনিশ্চয়তা থাকলেও শেষপর্যন্ত নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছিল ব্যাট-বলের লড়াই। খেলা শুরুর পর মিরপুরে অবশ্য দেখা গেছে অন্যরকম বৃষ্টি। প্রথম দিনে ১৩টি উইকেটের পতনকে উইকেট-বৃষ্টি ছাড়া আর কী-ই বা বলা যায়! শেষপর্যন্ত সত্যিকারের বৃষ্টিই থামিয়েছে এই উইকেট-বৃষ্টি। সমাপ্ত হয়েছে প্রথম দিনের খেলা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২০ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও হারিয়েছে তিনটি উইকেট। স্কোরবোর্ডে জমা করেছে ৫০ রান।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মুমিনুল হক ১৭০ রানের জুটি গড়লেও বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২২০ রানে। তবে ব্যাট হাতে স্কোরটা বড় করতে না পারলেও বল হাতে শুরুটা ভালোভাবেই করেছে স্বাগতিকরা। প্রথম ১১ ওভারের মধ্যেই তুলে নিয়েছে ইংল্যান্ডের তিন উইকেট। বৃষ্টির কারণে খেলা বন্ধ না হলে হয়তো আরো দু-একটি উইকেটের দেখা পেয়ে যেতে পারতেন সাকিব-মিরাজরা।
বাংলাদেশ বল হাতে প্রথম সাফল্যটি পেয়েছে ইনিংসের দ্বিতীয় ওভারে। বেন ডাকেটকে সাজঘরে পাঠিয়েছেন সাকিব আল হাসান। ৭ রান করে ফিরে গেছেন ডাকেট। দুই ওভার পরে বাংলাদেশ দ্বিতীয় সাফল্য পেয়েছে মেহেদি হাসান মিরাজের সৌজন্যে। ইংল্যান্ডের অধিনায়ক কুককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন ডানহাতি এই অফস্পিনার। ১৪ রান করে আউট হয়েছেন কুক। কয়েক ওভার পরে গ্যারি ব্যালান্সও আউট হয়েছেন মিরাজের বলে। সাজঘরে ফিরেছেন ৯ রান করে। প্রথম দিন শেষে ১৫ রান করে অপরাজিত আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তামিমের শতক (১০৪) ও মুমিনুলের অর্ধশতকে (৬৬) ভর করে স্কোরবোর্ডে ২২০ রান জমা করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে পাঁচটি উইকেট নিয়েছেন মইন আলী। তিনটি উইকেট পেয়েছেন ক্রিস ওকস।