শতকটা তামিমের কাছে ‘স্পেশাল’
ঢাকা টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছেন বোলাররা। একদিনে ১৩ উইকেট পড়েছে। দু-একজন ছাড়া কোনো ব্যাটসম্যানই খুব একটা ভালো খেলতে পারেননি। ব্যাটসম্যানের এই ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল।
শুধু ব্যতিক্রম বললে কমই বলা হবে। দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন তামিম। করেছেন ক্যারিয়ারের অষ্টম শতক, এই ইংল্যান্ডের বিপক্ষেই তৃতীয়। তাই শতকটা তামিমের কাছে ‘স্পেশাল’।
দলের ব্যাটিং ব্যর্থতার দিনে নিজের সাফল্যে দারুণ খুশি তামিম। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হঠাৎ যেভাবে আমরা উইকেট হারিয়েছি, এটা আসলেই খারাপ লাগার বিষয়। তাই এদিনে শতকটা আমার কাছে স্পেশাল মনে হচ্ছে। শুধু এটিই নয়, প্রতিটি শতকই আমার কাছে স্পেশাল।’
তামিম-মুমিনুল জুটি আরো কিছুক্ষণ উইকেটে থাকতে পারলে ভালো হতো। এ সম্পর্কে বাংলাদেশ ওপেনার বলেন, ‘আমরা যদি আরো কিছুক্ষণ উইকেটে থাকতে পারতাম, তাহলে হয়তো এমন ব্যাটিং বিপর্যয় হতো। আমাদের উচিত ছিল অন্তত আরো ৫০ রান যোগ কারে আসা। কিন্তু আমরা তা পারিনি।’
অবশ্য নিজের আউটের জন্য নিজেকেই দুষেছেন তামিম, ‘আমি যেভাবে আউট হয়েছি, তা মোটেও ঠিক হয়নি। এই ভুলটি আমারই ছিল। কিন্তু এই ভুলের কোনো উত্তর নেই।’
এই ম্যাচে ১০৪ রানের ইনিংসটি খেলতে ১৪৭ বল খরচ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যাতে চারের মার ছিল ১২টি। অনেকটা ওয়ানডে স্টাইলে খেলেছেন তিনি। এ সম্পর্কে বাংলাদেশ ওপেনার বলেন, ‘টেস্ট বা ওয়ানডে হোক, আমি এভাবেই খেলতে পছন্দ করি। বলতে পারেন কিছুটা মেরে খেলা আমার পছন্দ।’