‘কখনোই আশা করিনি এতটা ভালো বল করব’
চট্টগ্রামের পর ঢাকায়ও মেহেদি হাসান মিরাজের বলহাতের ঝলক। অভিষেকে টানা দুই টেস্টে ছয় উইকেট নেওয়ার রেকর্ড। একজন তরুণ ক্রিকেটারের জন্য তা বিশাল অর্জনই। তাঁর এমন অসাধারণ নৈপুণ্যে সফরকারী ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৪৪ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ। অথচ সেই মিরাজই নাকি আশা করেননি এতেটা ভালো পারফর্ম করবেন!
চট্টগ্রামে প্রথম ইনিংসে মিরাজ ৩৯.৫ ওভার বল করে ৮০ রানে ছয় উইকেট নিয়েছিলেন। আর ঢাকায় দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৮ ওভার বল করে ৮২ রান খরচায় ছয় উইকেট পান। এর আগে বাংলাদেশের কোনো বোলার এই কীর্তি গড়তে পারেননি।
নিজের পারফরম্যান্সে তাই দারুণ খুশি মিরাজ। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরপর দুই টেস্টে এতটা ভালো পারফর্ম করব, তা কখনোই আশা করিনি। সত্যিই এটা আমার জন্য অনেক ভালোলাগার এবং অনেক বড় একটা ব্যাপার। এই পারফরম্যান্স ভবিষ্যতে আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।’
ভালো পারফর্ম করবেন এমন আশা করে নাকি কখনই মাঠে নামেন না এই তরুণ স্পিনার, ‘মাঠে নামার আগে সব সময়ই আমার লক্ষ্য থাকে একটা গড়পরতা পারফরম্যান্স করা। খুব ভালো কিছু করব এটি আমি আশা করি না। কিন্তু এই পারফরম্যান্স আমার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে।’
অবশ্য ঢাকা টেস্টে ভালো কিছু করা মিরাজের জন্য নাকি একটা চ্যালেঞ্জ ছিল, ‘চট্টগ্রামে ভালো বল করার পর ঢাকায়ও ভালো করার একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। শেষ পর্যন্ত সাফল্য পেয়েছি এটা সত্যিই ভালো লাগার।’