ব্যাটহাতে একেবারেই বিপরীত মিরাজ
অলরাউন্ডার হিসেবে যথেষ্টই খ্যাতি রয়েছে তাঁর। ঘরের মাঠে গত যুব বিশ্বকাপে সেটা প্রমাণও করেছেন মেহেদি হাসান মিরাজ। সেই তিনিই জাতীয় দলের হয়ে ব্যাটহাতে একেবারেই ব্যর্থ। যুব দল থেকে সরাসরি টেস্ট দলে অভিষেক হওয়া এই ক্রিকেটার বলহাতে যতটা উজ্জ্বলতা ছড়িয়েছেন, ব্যাটহাতে ততটাই ব্যর্থ।
চট্টগ্রাম ও ঢাকায় দুই টেস্টের চার ইনিংসে তাঁর মোট সংগ্রহ মাত্র পাঁচ রান। প্রথম তিনটি ইনিংসে এক রান করে নিয়েছেন, আর রোববার চতুর্থ ইনিংসে দুই রান করে সাজঘরে ফিরে যান মিরাজ।
অথচ দলের প্রয়োজনের মুহূর্তে ব্যাটহাতে তাঁর কাছ থেকে ভালো সাফল্য আশা করেছিল সবাই। সেই সামর্থ্য তাঁর রয়েছেও। গত যুব বিশ্বকাপে অলরাউন্ডিং নৈপুণ্য দিয়ে সে আসরের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ব্যাটহাতে ছয় ম্যাচে ২৪২ রান করেছেন, যাতে চারটি অর্ধশতকও রয়েছে। আর বল হাতে ১২ উইকেট পান এই তরুণ অলরাউন্ডার।
অথচ সেই মিরাজই কিনা ব্যাটহাতে ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচায় দিয়েছেন। অবশ্য ব্যাটহাতে তিনি খুব একটা সাফল্য না পেলেও ঢাকা টেস্টে সফরকারী ইংল্যান্ডের সামনে ২৭৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে প্রথম ইংনিসে ছয়টি এবং দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়েছিলেন মিরাজ। আবার ঢাকায়ও প্রথম ইনিংসে ছয় উইকেট পান তিনি। এবার দ্বিতীয় ইনিংসে বলহাতে কেমন করেন সেটাই এখন দেখার।