এ আমার স্বপ্নের পারফরম্যান্স : মিরাজ
অনেক রেকর্ড, অনেক সাফল্য। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা ছিল যেন মিরাজময়। দুই টেস্টের সিরিজে ১৯ উইকেট নিয়েছেন, তাই সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অভিষেকে এত সাফল্য, এই তরুণ স্পিনারের কাছে এটি যেন স্বপ্নের পারফরম্যান্স।
তবে এর চেয়েও বড় কথা যাঁদের টিভিতে দেখেছেন, তাঁদের সঙ্গে খেলতে পারাটা মিরাজের কাছে আরো ভালোলাগার। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ সম্পর্কে তিনি বলেন, 'বাংলাদেশ জিতেছে এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তবে আরো ভালো লাগছে যাদের খেলা ছোটবেলা থেকে টিভিতে দেখেছি তাদের সঙ্গে খেলতে পেরে। সাকিব, মুশফিক, তামিম ও রিয়াদ ভাইদের সঙ্গে খেলতে পারাটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার।'
তবে এটি যে স্বপ্নের পারফরম্যান্স এটা মানতে দ্বিধা নেই এই তরুণ স্পিনারের, 'অবশ্যই এটা স্বপ্নের পারফরম্যান্স। আমি আশা করিনি এত ভালো কিছু করব। আমার চেষ্টা ছিল ভালো বল করা সে কাজটা ঠিকভাবে করতে পেরেছি বলে আরো ভালো লাগছে।'
ঢাকায় মূলত অধিনায়ক মুশফিকের পরামর্শে এতটা ভালো করতে পেরেছেন বলে জানান মিরাজ। এ সম্পর্কে তিনি বলেন, 'মুশফিক ভাই আমাকে বলেছিলেন, রান চেক দিয়ে যাও উইকেট পাবে। আমি সেভাবে চেষ্টা করেছি বলেই হয়তো সাফল্য পেয়েছি।'