আবার মাঠে নামছেন ওয়ার্ন-টেন্ডুলকার?
ক্রিকেট মাঠে তাঁরা ছিলেন একে অন্যের প্রবল ‘শত্রু’। দুজনের অনেক জমজমাট লড়াই এখনো ক্রিকেটপ্রেমীদের চোখে ভাসে। তবে মাঠের বাইরে শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন ঘনিষ্ঠ বন্ধু। দুই ক্রিকেট-কিংবদন্তি এখন সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনায় ব্যস্ত।
শুক্রবার ‘অস্ট্রেলিয়ান’ পত্রিকা জানিয়েছে, প্রস্তাবিত ‘ক্রিকেট অল স্টারস লিগে’ অংশ নিলে সাবেক খেলোয়াড়রা ম্যাচপ্রতি ২৫ হাজার ডলার করে পাবেন। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মাইকেল ভন, অ্যান্ড্রু ফ্লিনটফ ও জ্যাক ক্যালিস এরই মধ্যে এ প্রতিযোগিতায় খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদপত্রটি।
বিশ্বজুড়ে সাড়ে তিন বছর ধরে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছেন আয়োজকরা। আগামী সেপ্টেম্বরে প্রথম পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে পারে বলে জানিয়েছে ‘অস্ট্রেলিয়ান’।
ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি অবশ্য এ ব্যাপারে এখনো কিছু জানে না। প্রধান উদ্যোক্তা টেন্ডুলকার ও ওয়ার্নের কাছ থেকেও এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যদিও গত জানুয়ারিতে টুইট করে ওয়ার্ন জানিয়েছিলেন, ‘আমি আর শচীন শিগগিরই একটা রোমাঞ্চকর ঘোষণা দিতে যাচ্ছি।’