সোহাগ গাজীর বোলিং অ্যাকশন বৈধ
সন্দেহজনক বোলিং অ্যাকশন ক্রিকেটে নিষিদ্ধ রেখেছিল সোহাগ গাজীকে। এই অফস্পিনার ও বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর, সোহাগের বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করেছে আইসিসি। পাশাপাশি পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশনও বৈধতা পেয়েছে।
গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে সোহাগের অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন আম্পায়াররা। এর পর অক্টোবরে ওয়েলসের কার্ডিফে অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁর বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তার পর থেকেই অ্যাকশন শুদ্ধ করতে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগের তত্ত্বাবধানে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন ১০টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলা সোহাগ।
অ্যাকশন সংশোধন করার পর গত ২৪ জানুয়ারি পরীক্ষা দিতে চেন্নাই যান সোহাগ গাজী। এবার আর হতাশ হতে হয়নি তাঁকে। তাঁর সংশোধিত বোলিং অ্যাকশন সন্তুষ্ট করেছে আইসিসিকে। তবে ভবিষ্যতে সন্দেহ হলে আম্পায়াররা যে আবার আপত্তি তুলতে পারেন, সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে সোহাগকে।
সাঈদ আজমলের সংশোধিত বোলিং অ্যাকশন নিয়েও আইসিসি সন্তুষ্ট। তবে তাঁর বিখ্যাত ‘দুসরা’ এখনও পুরোপুরি সন্দেহমুক্ত হতে পারেনি।