এবারও সাফল্যে আশাবাদী মাশরাফি
তাঁর অধিনায়কত্বেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবারো দলটির নেতৃত্ব তাঁর কাঁধে। দলটির সাফল্যে আশাবাদী হলেও শিরোপার কথা এখনই ভাবতে নারাজ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আগমীকাল শুরু হচ্ছে বিপিএলে চতুর্থ আসর। প্রথম দিনেই মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রতিপক্ষ রাজশাহী কিংস। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
কুমিল্লার সাফল্যে আশাবাদী মাশরাফি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘যে দলটির হয়ে খেলব, অবশ্যই সে দল সাফল্য পাক সেটাই চাইব আমি। আর সেভাবে খেলার চেষ্টাও থাকবে আমাদের। অবশ্য এখনই শিরোপার কথা ভাবতে চাচ্ছি না আমরা। এটা অনেক দূরের ব্যাপার। আমাদের লক্ষ্য থাকবে শুরু থেকেই ভালো ক্রিকেট খেলা। ধারাবাহিকভাবে ভালো খেললে সাফল্য আসবেই।’
কুমিল্লার এবারের দলটি যথেষ্টই ভারসাম্যপূর্ণ। এ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের এই দলে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যাদের সামর্থ্য আছে ভালো কিছু করার। তা ছাড়া অভিজ্ঞ এবং বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে দলটি বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। প্রত্যেকে যদি নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারে তাহলে অনেক কিছুই হতে পারে।’