'আমরা এখন ব্যাকফুটে আছি'
আসরের প্রথম দুই ম্যাচেই হার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই ম্যাচে এমন ব্যর্থতা কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য বড় রকমের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ শিরোপাজয়ের দৌড়ে খানিকটা পিছিয়েই পড়েছে গতবারের চ্যাম্পিয়নরা। দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও স্বীকার করেছেন, তাঁরা এখন অনেকটাই ব্যাকফুটে চলে গেছেন।
সাত দলের মধ্যে কুমিল্লা পয়েন্ট টেবিলে আছে একেবারেই তলানিতে। দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি পয়েন্টও সংগ্রহ করতে পারেনি তারা। দলের এই ব্যর্থতায় চরম হতাশ অধিনায়ক মাশরাফিও। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচে-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথম ম্যাচের হারে স্বাভাবিক কারণেই অনেকটা পিছিয়ে আমরা। আমি বলব আমরা বেশ খানিকটা ব্যাকফুটে আছি। এখান থেকে বেরিয়ে আসতে হলে দলের খেলোয়াড়দের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে।’
গতবারের চ্যাম্পিয়ন বলেই কি আত্মতৃপ্তিতে ভুগছে কুমিল্লা? যেটি ব্যর্থতার অন্যতম কারণ হতে পারে। এ সম্পর্কে কুমিল্লা অধিনায়ক বলেন, ‘না, সে রকম আত্মতৃপ্তি খেলোয়াড়দের মধ্যে দেখছি না আমি। তবে এটা বলতে পারি, সাফল্য পেতে হলে আরো পেশাদার হতে হবে আমাদের।’
মাশরাফি অবশ্য আশাবাদী আরো দশটি ম্যাচ হাতে আছে বলে, ‘শুরুতে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি এটা যেমন সত্য, তেমনি আমাদের হাতে আরো ১০টি ম্যাচ আছে। চেষ্টা করলে সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো সম্ভব।’
কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে ২৯ রানে হেরেছিল চিটাগং ভাইকিংসের কাছে। আর আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের কাছে হেরেছে আরো বড় ব্যবধানে, ছয় উইকেটে।