মিরাজের সেরা সাঙ্গাকারার উইকেট
টেস্ট অভিষেকের পর থেকে প্রায় প্রতিটি ম্যাচেই যেন নিয়ম হয়ে গেছে, দলকে তাঁর ব্রেক থ্রু এনে দেওয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচেও তাই করেছেন মেহেদি হাসান মিরাজ। ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার উইকেট তুলে নিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন তিনিই।
ইনিংসের দ্বিতীয় ওভারের ষষ্ঠ বলে সাঙ্গাকারাকে দারুণ এক বলে বোল্ড আউট করেন মিরাজ। তাঁর এই বলটি এতটাই অসাধারণ ছিল যে, এই লঙ্কান কিংবদন্তিও রীতিমতো বিস্মিত হয়ে যান।
তাই সাঙ্গাকারার এই উইকেট পেয়ে মিরাজ শুধু উচ্ছ্বসিতই হননি, এটি তাঁর কাছে সেরা বলে জানান তিনি। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সাঙ্গাকারার মতো ব্যাটসম্যানের উইকেট নিতে পারা আমার কাছে বড় গৌরবের। কারণ তিনি একজন কিংবদন্তি ব্যাটসম্যান। তাই আমার খুবই ভালো লাগছে তাঁর উইকেট নিতে পেরেছি বলে। এদিনের পাওয়া দুটি উইকেটের মধ্যে তাঁর উইকেটই আমার কাছে সেরা।'
অবশ্য সাঙ্গাকারা নাকি মিরাজকে খুবই সতর্কভাবেই খেলছিলেন। এ সম্পর্কে তরুণ এই অলরাউন্ডার বলেন, 'সাঙ্গাকারা আমাকে খুবই সতর্কভাবেই খেলছিলেন। কিন্তু আমি সবসময় একজায়গায় বল করে গেছি এবং ভালো জায়গায় বল ফেলেছি। এজন্যই হয়ত উইকেটটি পেয়েছি।'
রাজশাহীর হয়ে মিরাজ এদিন চার ওভার বল করে ২২ রান দিয়ে দুই উইকেট পান। একটি সাঙ্গাকারার এবং অন্যটি সাকিব আল হাসানের।