ফাব্রেগাসের অদ্ভূত লাল কার্ড!
তিন ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে ফেলায় এই ম্যাচ হারলেও কোনো সমস্যা ছিল না চেলসির। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মাঠে জোসে মরিনিয়োর শিষ্যরা হেরেও গেছে ৩-০ গোলে। তবে চেলসির হারের চেয়েও মিডফিল্ডার সেস্ক ফাব্রেগাসের দেখা অদ্ভূত লাল কার্ডের কারণে ম্যাচটা বেশি আলোচিত হচ্ছে।
প্রথমার্ধের ২৯ মিনিটের ঘটনা সেটা। ওয়েস্ট ব্রমের ডিফেন্ডার গ্যারেথ ম্যাকলিকে ধাক্কা দেওয়ায় চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তাকে হলুদ কার্ড দেখাতে ছুটে যান রেফারি। ফাব্রেগাস তখন ঘটনাস্থল থেকে প্রায় ২০ মিটার দূরে দাঁড়িয়েছিলেন। কী মনে করে বলটা তিনি চিপ করেছিলেন ঘটনাস্থলে জড়ো হওয়া রেফারি ও খেলোয়াড়দের দিকে। সেই বল গিয়ে লাগে ওয়েস্ট ব্রমের ক্রিস ব্রান্টের মাথায়। সঙ্গে-সঙ্গেই ফাব্রেগাসকে লালকার্ড দেখান রেফারি মাইক জোন্স। ম্যাচের প্রায় দুই-তৃতীয়াংশ সময় ১০ জন নিয়ে খেলা চেলসি প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেনি, হেরে গেছে বড় ব্যবধানে।
ম্যাচ শেষে এই লালকার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে চেলসির কোচ মরিনিয়ো বলেছেন, ‘ফাব্রেগাস তো কাউকে আঘাত করেনি। হ্যাঁ, এটা ঠিক যে তার কাজটা করা উচিত হয়নি। তবে আমার মনে হয় না সেজন্য লাল কার্ড দেখানো ঠিক হয়েছে।’