পাকিস্তানের ‘ঐতিহাসিক’ জয়
দুই দলের শক্তির যে ফারাক, তাতে এমন ফলই স্বাভাবিক। প্রত্যাশিতভাবেই প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান ৫ উইকেটে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়েকে। তবে আফ্রিদির দলের কাছে এই জয়ের মাহাত্ম্য অন্য রকম। এই ম্যাচ দিয়েই যে দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরল। পাকিস্তানের জন্য তাই এটা ঐতিহাসিক জয়ই বটে!
শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেওয়ার কৃতিত্ব অধিনায়ক এল্টন চিগুম্বুরা ও ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার। ২৭ বলে সাতটি চার ও একটি ছক্কায় মাসাকাদজার অবদান ৪৩ রান। চিগুম্বুরার ব্যাটও কম তাণ্ডব চালায়নি। ৩৫ বলে আটটি চার ও একটি ছক্কায় ৫৪ রান করেছেন এই অলরাউন্ডার। চিগুম্বুরা-মাসাকাদজার দুটো ভালো ইনিংস জিম্বাবুয়েকে এনে দিয়েছে ৬ উইকেটে ১৭২ রান।
urgentPhoto প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা মোহাম্মদ সামি ৩৬ রানে তিন উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। ৩৮ রানে ওয়াহাব রিয়াজের শিকার দুই উইকেট।
১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকদের ঝড়ো সূচনা এনে দেন মুখতার আহমেদ ও আহমেদ শেহজাদ। মাত্র ৮১ বলে ১৪২ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজনে। মাত্র ৪৫ বলে তিনটি ছক্কা ও ১২টি চারে ৮৩ রান করেন মুখতার। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। অন্য ওপেনার শেহজাদের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৫৫ রান। এ দুজনের বিদায়ের পর আরো তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
আগামী রোববার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। এর পর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সব ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।