রমজানে উন্মুক্ত ইফতার আয়োজন করবে চেলসি
আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। দীর্ঘ ৩০ দিন মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় রোজা রাখেন মুসলিমরা। সারা দিন রোজা রেখে সূর্যাস্তের সময় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙেন তারা। মুসলমানদের এই ধর্মীয় রীতির সঙ্গে শামিল হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। লন্ডনের ক্লাবটি নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আগামী ২৬ মার্চ আয়োজন করতে যাচ্ছে বিশাল ইফতারের। প্রথম কোনো ইংলিশ ক্লাব হিসেবে এমন কিছু করতে যাচ্ছে চেলসি।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ইভেন্ট সম্পর্কে জানিয়েছে ক্লাবটি। তারা জানিয়েছে, মার্চের ২৬ তারিখ উন্মুক্ত এই ইফতার ইভেন্টে স্থানীয় মসজিদের সদস্য, চেলসির মুসলিম সমর্থক, স্কুল শিক্ষার্থীদের নিমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি থাকবে চেলসির কর্মকর্তারা।
চেলসি অবশ্য একা নয়। চেলসি ফাউন্ডেশনের এই আয়োজনে তাদের সঙ্গে আছে ‘রমাদ্বান টেন্ট প্রজেক্ট’ নামক একটি দাতব্য সংস্থা। ২০১৩ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি এ বছর দশ বছরে পা দিয়েছে। মূলত তাদের দশম বর্ষপূর্তি উদযাপনে এটি করতে চলেছে তারা। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর সালহা বলেন, ‘আমাদের বর্ষপূর্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে এই আয়োজন করার সুযোগ পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। প্রথম ক্লাব হিসেবে বিশাল কলেবরে এটি করতে চলেছে লন্ডনের গর্ব চেলসি।’
এই বিষয়ে চেলসি ফাউন্ডেশনের প্রধান সাইমান টেইলর বলেন, ‘আমি বেশ আনন্দের সঙ্গে বলছি রমাদ্বান টেন্ট প্রজেক্টের সঙ্গে আমরা উন্মুক্ত ইফতার আয়োজন করতে যাচ্ছি। ২৬ মার্চ সকল মুসলমানকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা।’